দামেস্ক
ইসলাম ধর্মালম্বীদের ৪র্থ পবিত্র স্থান হলো সিরিয়ার রাজধানী দামেস্ক। প্রচীনতম এই শহটি ইসলাম ধর্মে খুবই তাৎপর্যপূর্ণ যাকে ইসলাম ধর্মে আস-শাম নামে ডাকা হয়। তবে এ শহরটি জেসমিন শহর নামেও পরিচিত। এছাড়াও এই শহরটি আরব বিশ্ব ও ভূমধ্যসাগরীয় এলাকার সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়।