বীরবল কার ছদ্মনাম
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) সুকুমার রায়
.
. প্রমথ চৌধুরী (৭ আগষ্ট ১৮৬৮ – ২ সেপ্টেম্বর ১৯৪৬ ) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক , কবি ও লেখক। তার ছদ্মনাম হলো বীরবল। বর্তমান পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে তার পৈতৃক নিবাস ছিলো। তিনি বাংলা সাহিত্যে গদ্যে চলিতরীতির প্রবর্তক। প্রথম চৌধুরী সবুজ পত্র পত্রিকা সম্পাদনের মাধ্যমে চলিত রীতির প্রবর্তন করেন।