অধিত্যকা ও উপত্যকা
অধিত্যকা : অধিত্যকা বলতে পাহাড়ের উপরের সমতল ভূমিকে বোঝায় । অধিত্যকা বিশেষ্য পদ পর্বতের উপরিস্থিত সমভূমিই হলো অধিত্যকা অর্থ্যাৎ পর্বতের উপরের সমান স্থানকে অধিত্যকা বলে।
উপত্যকা : দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল বা অসমতল , ঢালু, প্রশস্ত ভূমিক্ষেত্র উপত্যকা নামে পরিচিত। দুই পাহাড়ের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হতে পারে আবার নাও হতে পারে। পাহাড়ের শীর্ষ থেকে যখন বৃষ্টি বা বরফ গলা পানি যখন প্রবাহিত হয় তখন উপত্যকার সৃষ্টি হয়।