ড্যান্ডি বা ফুলবাবু হলো এমন এক ব্যক্তি যিনি নিজের চেহারা, বেশভূষা সম্বদ্ধে অত্যধিক সচেতন ও যত্নবান।
.
ড্যান্ডি আঠা : ড্যান্ডি আঠা হলো এক প্রকার আঠা জাতীয় পদার্থ বা গ্লূ গাম যা সাধারণ তাপমাত্রায় সহজেই ধোঁয়াই বা বাষ্পে পরিনত হয়। টলুইন, বেনজিন, অ্যাসিটোন ও কার্বন ট্রাই ক্লোরাইড এই চার প্রকার জৈব যৌগ এই আঠা জাতীয় পদার্থে বিদ্যমান থাকে। বিভিন্ন প্রকার রাবার ও চামড়া জাতীয় পদার্থ যেমন – জুতা,চাকার রাবার টিউব প্রভৃতি মেরামত কাজে এ আঠা জাতীয় ড্যান্ডি গাম ব্যবহার করা হয়।
তবে আজকাল পথ শিশুরা এ ড্যান্ডি নেশা হিসাবে গ্রহণ করে থাকে। তারা ফোলানো পলিথিনের মাধ্যমে এ নেশা করে থাকে।