শবে বরাত
শবে বরাত একটি ফারসি শব্দ। হিজরী শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত হয় মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত যা শবে বরাত বা মধ্য শাবান বা লাইলাতুল বরাত নামে পরিচিত। মুসলমানদের বিশ্বাস মতে এই রাতে আল্লাহতালা তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন।
এই রাতে নফল ইবাদতের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা শবে বরাত পালন করে থাকে। শিয়া মুসলিমরা এই তারিখে মুহাম্মদ আল মাহাদির জন্মদিন উদযাপন করে, তবে সালাফি মুসলমানরা এর বিরোধীতা করে।
শবে বরাত বা বরাতের রাত, ফার্সিতে বরাত শব্দের অর্থ ভাগ্য, বন্টন, নির্ধারিত।
শবে বরাত রাতের গুরুত্ব অনেক। একটি হাদিসে বলা হয়েছে – রসূলূল্লাহ (সঃ) বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে অত্ম-প্রকাশশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন।