সন্ধি

সন্ধি বিচ্ছেদ

বাংলা ব্যাকরণে শব্দ গঠনের একটি মাধ্যম হলো সন্ধি। সন্ধি অর্থ মিলন। সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে সন্ধি আলোচিত হয়। যে কোন পদের সঙ্গে সন্ধি হয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। তবে বাংলা অব্যয় পদের সঙ্গে কোন সন্ধি হয় না। সন্ধির দ্বারা দুইটি শব্দকে মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি করা হয়। যেমন-

.

বিদ্যালয় = বিদ্যা+আলয়

উচ্ছেদ = উৎ+ছেদ

ততোধিক = ততঃ+অধিক

সন্ধির প্রকারভেদ : সন্ধি প্রধানত দুই প্রকার (১) বাংলা শব্দের সন্ধি বা বাংলা সন্ধি (২) তৎসম শব্দের সন্ধি বা তৎসম সন্ধি।

বাংলা শব্দের সন্ধি বা বাংলা সন্ধি আবার দুই প্রকার (১) স্বরসন্ধি (২) ব্যঞ্জনসন্ধি।

তৎসম শব্দের সন্ধি বা তৎসম তিন প্রকার (১) স্বরসন্ধি (২) ব্যঞ্জনসন্ধি (৩) বিসর্গ

সন্ধি।

স্বরসন্ধির নিয়মঃ স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের ফলে যে অর্থবহ নতুন শব্দ গঠিত হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন – স্বরধ্বনি+স্বরধ্বনি = স্বরসন্ধি।

More info https://www.daarika.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *