গ্রিনল্যান্ড
গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্ব নিয়ন্ত্রিত দ্বীপ যা উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত। গ্রিনল্যান্ড পৃথিবীর সর্ব বৃহৎ দ্বীপ। নুক হলো গ্রিনল্যান্ডের রাজধানী সর্ব বৃহৎ শহর।
গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র তিন ঘন্টা বা তার একটু বেশি বা তার একটু কম সময়। যার ফলে সেখানকার শীতকাল ও শৈত্যপ্রবাহ দীর্ঘকাল হয়ে থাকে। অধিকাংশ সময় বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মে দ্বীপটি অন্য রুপ ধারন করে।
গ্রিনল্যান্ডের একটি অবাক করা বিষয় হলো গ্রীষ্মকালে একটা নির্দিষ্ট সময়ে সেখানে সূর্য ডুবতে দেখা যায়, যার ফলে ২৪ ঘন্টায় সূর্যের আলো দেখা যায়। তনখ দিন রাত সমান থাকে।
গ্রিনল্যান্ডের অভ্যন্তরে রয়েছে ১৬ টি বড় শহর কিন্ত এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের কোন সু-ব্যবস্থা নেই।