উত্তর: জিআই পণ্য ৩৫ টি
জিআই বা ভৌগোলিক নির্দেশক (GI = Geographical Indication ) হচ্ছে কোন একটি দেশের মাটি পানি ও আবহাওয়া ব্যবহার করে উৎপন্ন হয় এবং একটি পণ্য যা ভৌগোলিকভাবে ঐ দেশের পণ্য হিসাবে বিবেচিত হয়। বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি, সর্বশেষ জিআই পণ্য যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান ও জামালপুরের নকশিকাঁথা।