সাজেক

সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি পর্যটক স্থান যা ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তে অবস্থিত। সাজেকের আয়তন ৭০২ বর্গমাইল যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। উপজেলা সদর থেকে সাজেক ইউনিয়েনের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলায় অবিস্থত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি এর দিঘীনালা থেকে। দিঘীনালা থেকে সাজেক এর দূরত্ব ৪৯ কিলোমিটার আর খাগড়াছড়ি সদর থেকে এর দূরত্ব ৭০ কিলোমিটার অন্যদিকে বাঘfইহাট থেকে সাজেক মাত্র ৩৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। চট্টগ্রাম থেকে সাজেকের দূরত্ব ১৬৯.৯ কিলোমিটার।